করোনায় যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার সর্বকালের রেকর্ড

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 08:03:01

চলমান করোনাভাইরাসে অর্থনৈতিক বিপর্যয়ে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার বেড়ে ২০ শতাংশে দাঁড়িয়েছে।

রোববার (২৪ মে) প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বেকারত্বের হার মে মাসের চেয়ে জুনে আরও বেশি হতে পারে। তবে এরপর থেকে বেকারত্বের হার কমতে শুরু করবে।

কেভিন হ্যাসেট বলেন, করোনা মহামারি মোকাবিলায় কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের আগে বলা যাচ্ছে না কবে নাগাদ সবকিছু ঠিক হবে। তবে আশা করি অর্থনৈতিক পুনরুদ্ধারের সমস্ত লক্ষণ সর্বত্র ছড়িয়ে পড়েছে।

১৯৩০ সালের মহামন্দার পর থেকে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার এটিই সবচেয়ে বেশি। করোনা ছড়িয়ে পড়ার পর থেকে গত এক দশকের মধ্যে এই প্রথম মার্কিন প্রবৃদ্ধি সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখে পড়েছে। মাস দুয়েক আগেও মার্কিন বেকারত্বের হার ছিল ৩ দশমিক ৫ শতাংশ। যেটা গত ৫০ বছরে সবচেয়ে কম ছিল।

এ সম্পর্কিত আরও খবর