২ সপ্তাহের মধ্যে রাশিয়ায় ভ্যাকসিনের ট্রায়াল

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 02:55:29

আগামী দুই সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল শুরু করবে রাশিয়ার বিজ্ঞানীরা। শনিবার (৩০ মে) দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় গণমাধ্যমে এ কথা জানিয়েছেন।

ক্রেমলিনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার গবেষকরা প্রায় ৫০ ধরনের ভ্যাকসিনের ওপর কাজ করছেন।

সংবাদ সংস্থা তাসে স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকোর বলেন, ‘পরীক্ষা অব্যাহত রয়েছে এবং আমরা আগামী দুই সপ্তাহের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর পরিকল্পনা করছি।’

বিশ্বব্যাপী প্রায় ৩ লাখ ৬৪ হাজার মানুষের প্রাণহানি ঘটানো ভাইরাসের চিকিৎসা এবং ভ্যাকসিন তৈরির জন্য সারা বিশ্বের ওষুধ প্রস্তুতকারকরা যথেষ্ট তোরজোড় করছেন।
বর্তমানে প্রায় ১০টি ভ্যাকসিন মানুষের উপর পরীক্ষা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করেন, নিরাপদ এবং কার্যকরী ভ্যাকসিন বাজারে আনতে প্রায় ১২ থেকে ১৮ মাস সময় লাগবে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাইবেরিয়ার ভেক্টর ইনস্টিটিউট একটি ভ্যাকসিন নিয়ে কাজ
করছে। ইনস্টিটিউটের মহাপরিচালক রিনাত মাকসুতোভ শনিবার (৩০ মে) বলেন, তিনি সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ার আশা করছেন।

মাকসুতোভ জানান, প্রাণীদের ওপর ভ্যাকসিনের ট্রায়াল সফল হয়েছে।

শনিবার (৩০ মে) রাশিয়ায় ২৪ ঘণ্টায় ১৮১ জন করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়ে মারা গেছে। আগের দিন মৃতের সংখ্যা ছিল ২৩২ জনে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫৫ জনে।

সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত রাশিয়ায় করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছে মোট ৩ লাখ ৯৬ হাজার ৫৭৫ জন।

বুধবার (২৭ মে) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়ায় করোনাভাইরাসের এপিসেন্টার মস্কো সংক্রমণের সবচেয়ে খারাপ সময় পার হয়ে এসেছে। কয়েকদিনের মধ্যে এখানে কঠোর লকডাউন শিথিল করা হবে।

এ সম্পর্কিত আরও খবর