এই যন্ত্রণা থামান, মার্কিন কংগ্রেসকে জর্জ ফ্লয়েডের ভাই

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 17:42:08

যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে পুলিশ বাহিনীতে আমূল সংস্কারের বিল পাস করে ‘ভাই হারানোর যন্ত্রণা থামানোর’ আহ্বান জানিয়েছেন নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনিজ ফ্লয়েড।

পুলিশের নিপীড়নে জর্জ ফ্লয়েড হত্যাকে ঘিরে প্রতিবাদ-বিক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনীতে আমূল সংস্কারের প্রস্তাব নিয়ে শুনানি শুরু করেছে কংগ্রেস। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বুধবার (১০ ‍জুন) কংগ্রেসের ওই বিলের শুনানিতে হাজির হয়ে ফিলোনিজ ফ্লয়েড বলেন, ‘তার ভাইকে যেন নিহত কৃষ্ণাঙ্গদের তালিকায় কেবল আরেকটি নাম হতে দেওয়া না হয়।’

তিনি আরও বলেন, ‘তাকে এই দেশ, এই দুনিয়ার নেতাতে পরিণত করুন।’


মিনেসোটার মিনিয়াপোলিসে গত ২৫ মে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েড তার ঘাড়ে শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তার হাটুর চাপে দমবন্ধ হয়ে মারা যান। মৃত্যুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের ঝড় ওঠে।

এ পরিস্থিতিতে পুলিশের বর্বরতা, অসদাচরণ রুখে দেওয়া, ঘাড়ে চাপপ্রয়োগ নিষিদ্ধ করাসহ নাগরিক অধিকার ভঙ্গের ক্ষেত্রে জবাবদিহিতা ও বিচারের পথ সুগম গত সোমবার মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটরা পুলিশে আমূল সংস্কার আইনের প্রস্তাব পেশ করে।

এর দু’দিনের মাথায়ই বিষয়টি নিয়ে শুনানিতে নাগরিক অধিকার কর্মী এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সাক্ষ্য শুনতে শুরু করেছে হাউজের বিচারবিভাগীয় কমিটি। ৪ জুলাইয়ে প্রস্তাবিত বিলটি হাউজে পাঠাতে চায় কমিটি।

এ সম্পর্কিত আরও খবর