নয়দার সেক্টর-৫০ মেট্রো স্টেশনে কর্মসংস্থান হবে হিজড়াদের

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 23:51:21

বিভিন্ন পদে চাকরি দিয়ে ভারতের নয়দা সেক্টর -৫০ মেট্রো স্টেশনটি হিজড়া সম্প্রদায়ের জন্য একটি ডেডিকেটেড স্টেশন হিসেবে গড়ে তুলবে নয়দা মেট্রো রেল কর্পোরেশন (এনএমআরসি)।

রোববার (২১ জুন) নয়দা কর্তৃপক্ষের সিইও রিতু মহেশ্বরী এ কথা জানিয়েছেন। খবর: এনডিটিভি)

তিনি বলেন, হিজড়া সম্প্রদায়ের সদস্যদের কর্মসংস্থান করা হবে, যাতে তারা মূলধারার সাথে মেশার সুযোগ পায়। স্টেশনটি সমস্ত যাত্রীর জন্য উন্মুক্ত থাকবে। হিজড়া সম্প্রদায়ের উন্নতি ও কর্মসংস্থানের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে তাদের টিকিট কাউন্টার এবং হাউজকিপিংয়ের মতো কিছু কাজ দেওয়া হবে।

হিজড়া সম্প্রদায়ের জন্য কাজ করা বিভিন্ন এনজিও এ উদ্যোগটি এগিয়ে নিতে সহায়তা করছে উল্লেখ করে তিনি বলেন, নারীদের জন্য সুবিধার্থে দু’টি স্টেশনকে গোলাপী স্টেশন হিসেবে উৎসর্গ করার সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের মধ্যে হিজড়াদের জন্য কিছু করার এ ধারণা জন্মায়। হিজড়াদের সুবিধার্থে স্টেশনে টয়লেট সুবিধাসহ প্রয়োজনীয় কিছু উন্নয়ন কাজ করা হবে, যা মাস খানেকের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর