ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 15:37:25

ব্রাজিলে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। একইসঙ্গে ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে। দেশটিতে ১০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। ব্রাজিল বিশ্বের দ্বিতীয় ক্ষতিগ্রস্থ দেশ হিসেবে এই রোগ নিয়ন্ত্রণে লড়াই করছে। মৃতের সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিল রয়েছে।

রোববার (২২ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৬৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৬১৭ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৮৫ হাজার ৩৮ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০ লাখ। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৯৪৯ জনের। সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৪৭ হাজার ১৮ জন।

এ সম্পর্কিত আরও খবর