দক্ষিণ কোরিয়ায় ফের করোনার হানা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 03:43:10

দক্ষিণ কোরিয়ায় ফের করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। দেশটিতে রোববার (২১ জুন) নতুন করে ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগের দু'দিন যথাক্রমে ৪৮ এবং ৬৭ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (২২ জুন) কেসিডিসির পরিচালক জিওং ইনান-কিয়ং বলেছেন, মে মাসের শুরুর দিকে সাপ্তাহিক ছুটির পর থেকে বৃহত্তর সিউলে ফের করোনা সংক্রমণ শুরু হয়েছে। এই ছুটির আগে সিউলের আশপাশে খুব অল্প রোগী পাওয়া যেত।

তিনি জানান, রাজধানী সিউলের আশপাশের এলাকায় এই সংক্রমণ শুরু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় এপ্রিলের শেষের দিকে করোনা শনাক্তের সংখ্যা এক অংকের ঘরে নেমে আসে। কিন্তু মে মাসের শুরুতে দেশটিতে সামাজিক দূরত্ব শিথিল করার পরপরই সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। সাপ্তাহিক ছুটিতে কিছু নাইটক্লাব এবং বার থেকে সিউলের ব্যাপক সংখ্যক তরুণের মাঝে ভাইরাসটির সংক্রমণ শুরু হয়।

দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১২ হাজার ৪৩৮ এবং মারা গেছেন ২৮০ জন।

বিশ্বে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০ লাখ ৬৭ হাজার ৮০৬। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৭০ হাজারের কাছাকাছি। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে চিকিৎসা নিয়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৮ লাখ ৩৩ হাজার ৫২১ জন।

এ সম্পর্কিত আরও খবর