বৈশ্বিক নেতৃত্বের ঘাটতি মহামারি মোকাবিলায় সবচেয়ে বড় হুমকি

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 11:13:20

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেছেন, করোনা মোকাবিলায় বৈশ্বিক নেতৃত্ব এবং একতার ঘাটতি মহামারির চেয়েও বড় হুমকি।

এছাড়া সোমবার (২২ জুন) আরো জানিয়েছেন, মহামারি নিয়ে রাজনীতিকরণ একে আরো খারাপের দিকে নিয়ে গেছে।

তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি, তবে ডব্লিউএইচও এর কিছু সদস্য রাষ্ট্র বিশেষ করে আমেরিকার সমালোচনা করেছে। কারণ আমেরিকার মতে, রোগ নিয়ন্ত্রণে সংস্থাটি খুবই দুর্বল, ধীরগতির এবং চীনকেন্দ্রিক ছিল।

অন্যরা মহামারি নিয়ে একটি পর্যালোচনা চেয়েছে এবং স্বাস্থ্য সংকটে আরো দ্রুত সাড়া দেওয়ার জন্য অস্ট্রেলিয়া ডব্লিউএইচওকে আরো ক্ষমতা দেওয়ার অনুরোধ জানিয়েছে।

দুবাই আয়োজিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এক ভার্চুয়াল হেলথ ফোরামে ডব্লিউএইচও এর প্রধান আরো বলেন, বিশ্বের জাতীয় একতা ও বৈশ্বিক সংহতির ভীষণ প্রয়োজন। মহামারির রাজনীতিকরণ একে আরো বাড়িয়ে তুলেছে। আমরা এখন সবচেয়ে বড় যে হুমকির সম্মুখীন হয়েছি, তা ভাইরাস নয়, এটি হলো বৈশ্বিক সংহতি ও বৈশ্বিক নেতৃত্বের অভাব।

তিনি বলেন, আন্তর্জাতিক স্বাস্থ্য নীতিমালার কিছু অংশ জোরদার করতে হবে, যাতে এগুলো প্রয়োজন অনুযায়ী বেশি উপযুক্ত হয়।

সব দেশের স্বাস্থ্যসেবাকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব কঠিন বাস্তবতার মধ্য দিয়ে শিখেছে, শক্তিশালী স্বাস্থ্যসেবা ব্যবস্থাই বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি।

 

এ সম্পর্কিত আরও খবর