জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে পারে ইতালি

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 11:21:22

নতুন করে করোনাভাইরাস বিস্তারের কারণে জরুরি অবস্থার মেয়াদ ৩১ জুলাইয়ের পর আবারও বাড়াতে পারে ইতালি। শুক্রবার (১০ জুলাই) ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে একথা জানিয়েছেন।

ভেনিসে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় কন্তে বলেন, সম্ভাব্য বর্ধিতকরণের মানে মহামারি মোকাবিলায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার মতো অবস্থায় রয়েছি। জরুরি অবস্থা বৃদ্ধির ফলে সংক্রমণ রোধে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে পারবে।

তিনি আরও বলেন, দ্বিতীয় দফা সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণে রাখতে ইতালি প্রস্তুত রয়েছে।

সর্বপ্রথম দুজন চীনা পর্যটকের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর জানুয়ারির শেষ দিকে ইতালিতে ছয় মাসের জরুরি অবস্থা জারি করা হয়। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৩৬৩ এবং মৃতের সংখ্যা ৩৪ হাজার ৯২৬ জন। সংক্রমণ কমতে থাকায় মে থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর