পোল্যান্ডের প্রেসিডেন্ট ফের জয় পেতে যাচ্ছেন দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। নির্বাচনে বুথ ফেরত জরিপে দেখা গেছে, দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ সরকারের মিত্র আন্দ্রেজ ৫০ দশমিক ৪ শতাংশ ভোটে এগিয়ে আছেন।
সোমবার (১৩ জুলাই) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির ওই প্রতিবেদন বলা হয়েছে, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে আন্দ্রেজ দুদারের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওয়ারশ শহরের মেয়র সোশ্যালিস্ট লিবারেল রাফাল ট্রেসকোওস্কি। জানা গেছে, ওয়ারশ শহরের মেয়র সোশ্যালিস্ট লিবারেল রাফাল ট্রেসকোওস্কি ৪৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন।
এদিকে বুথ ফেরত জরিপের ফলাফলের পর প্রেসিডেন্ট দুদা বলেন, 'আমাকে ভোট দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই'।
বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে, ধারণা করা হচ্ছে দুদারের এই জয়ে বিচার বিভাগে ব্যাপক বিতর্কিত পরিবর্তন আসবে। সেই সাথে গর্ভপাত ও সমকামী অধিকারের বিরোধিতা অব্যাহত থাকবে। সমকামী অধিকারের বিরোধিতা করায় এর আগে দুদার নির্বাচনকালীন নানা ধরনের বিক্ষোভের মুখে পড়েন।