ভারতে করোনা আক্রান্ত ছাড়াল ১০ লাখ

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 03:53:27

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে একদিনে ৩৪ হাজার ৯৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৮৭ জন মারা গেছে।

ভারতের সংবাদমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে মোট ১০ লাখ ৩ হাজার ৮৩২ জন আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ২৫ হাজার ৬০২ জন। এর মধ্যে ৬৩ দশমিক ৩৪ শতাংশ মানুষ সুস্থ হয়েছেন।

আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন করে দেশটির বিভিন্ন এলাকা লকডাউন করা হয়েছে। এতে সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে বলেই মনে করছে দেশটির সরকার।

চীনের উহান শহরে গত বছর ডিসেম্বর থেকে দেখা যাওয়া এই নতুন ভাইরাস মূলত ফুসফুসে বড় ধরনের সংক্রমণ ঘটায়। জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষ্মণ। নতুন ভাইরাসটির জেনেটিক কোড বিশ্লেষণ করে দেখা গেছে এটি অনেকটাই সার্স ভাইরাসের মতো। এখনও পর্যন্ত এ ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি।

এ সম্পর্কিত আরও খবর