ইউক্রেনে ২০ জনকে জিম্মি করেছে এক বন্দুকধারী

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-19 02:58:49

ইউক্রেনের পশ্চিমের শহর লাটস্কে ২০ জনকে একটি বাসে জিম্মি করে রেখেছে এক বন্দুকধারী।

পুলিশ জানিয়েছে, গুলির শব্দ শোনা গেলেও এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বন্দুকধারীর উদ্দেশ্যও এখনো স্পষ্ট নয়।

স্বরাষ্ট্র উপমন্ত্রী অ্যান্টন হেরাশ্চেনকো বলেন, লোকটি তার কাছে একটি বোমা রয়েছে বলে দাবি করেছে। পুলিশ জিম্মিদের উদ্ধারের বিশেষ অপারেশন শুরু করেছে এবং সমঝোতার বিষয়েও কথা চলছে।

কাউন্টার টেরোরিজমের সদস্যরা বাসটিকে ঘিরে রেখেছে এবং আশপাশে বসবাসকারীদের বাসা বা অফিস থেকে বের হতে নিষেধ করে দিয়েছে।

পুলিশের মুখপাত্র ইউরি ক্রোশকো জানান, সমঝোতার বিষয়ে কথা বলার জন্য আমরা তাকে ফোন করেছিলাম। সে প্রথমবার ফোন রিসিভ করেছিল কিন্তু তারপর থেকে আর তাকে ফোনে পাওয়া যায়নি।

ইউক্রেনের মিডিয়া প্রকাশ করেছে, লোকটি টুইটারে রাজনৈতিক ব্যক্তিদের সমালোচনা করেছে কিন্তু এগুলোতে তার দাবির ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা নেই।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন, তিনি এই ঘটনার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন।

এ সম্পর্কিত আরও খবর