করোনা ভ্যাকসিনের প্রথম অনুমোদনকারী দেশ হবে রাশিয়া

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক | 2023-08-25 21:21:16

করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম অনুমোদনকারী দেশ হওয়ার লক্ষ্যে কাজ করছে রাশিয়া। রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান কিরিল দিমিত্রিভের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিএনএন একথা জানিয়েছে।

মার্কিন টেলিভিশন চ্যানেল জানায়, রাশিয়ার কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছে ১০ আগস্ট বা তারও আগে মস্কো ভিত্তিক গামালেয়া ইনস্টিটিউটের তৈরি ভ্যাকসিন অনুমোদনের লক্ষ্যে তারা কাজ করছে।

দিমিত্রিভের উদ্ধৃতি দিয়ে বলা হয়, স্পুটনিকের কথায় আমেরিকানরা যেমন হতবাক হয়ে গিয়েছিল ভ্যাকসিনের ক্ষেত্রেও তাই হবে। রাশিয়াই প্রথম হবে। তবে আমাদের বিজ্ঞানীদের মনোযোগ প্রথম হওয়ার দিকে নয়, মানুষকে রক্ষা করার দিকে।

সোমবার (২৭ জুলাই) রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গামালেই ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় দফা ক্লিনিক্যাল পরীক্ষার কাজ প্রায় শেষ। পরীক্ষা শেষ হলেই ভ্যাকসিনটির রাষ্ট্রীয় নিবন্ধনের কাজ করা হবে।

এর আগে এই সেন্টারের পরিচালক আলেক্সান্ডার গিন্টসবার্গ জানান, ২৮ জুলাইয়ের আগে ভ্যাকসিনের দ্বিতীয় দফা পরীক্ষার কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। পরে দিমিত্রিভ জানান, কাজটি শেষ হতে ৩ আগস্ট পার হয়ে যাবে।

এ সম্পর্কিত আরও খবর