করোনায় আক্রান্ত ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 19:45:13

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (২ আগস্ট) অমিত শাহ নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হতে পারে।

এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, অমিত শাহ টুইট করে জানিয়েছেন, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় আমি করোনা টেস্ট করাই। করোনা টেস্টের  রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। তবে ডাক্তারদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হচ্ছি। আপনাদের মধ্যে যারা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের আইসোলেটেড রাখুন এবং পরীক্ষা করিয়ে নিন।

করোনায় আক্রান্ত হয়ে ভারতের উত্তরপ্রদেশের কারিগরি শিক্ষামন্ত্রী কমলা রানি বরুণের মৃত্যু হয়ছে। রোববার সকালে তিনি মারা যান।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে ভারতে মৃত্যুর সংখ্যা এখন ৩৭ হাজার ছাড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যা ১৭ লাখ ৫৭ হাজার ৩৯৩ জন।

এ সম্পর্কিত আরও খবর