সরকারের অদক্ষতার প্রতিবাদে নাসিফ হিট্টির পদত্যাগ

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.ক | 2023-08-23 19:58:20

সরকারের অদক্ষতার প্রতিবাদে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী নাসিফ হিট্টি পদত্যাগ করেছেন। তিনি দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াবের কাছে পদত্যাগপত্র পেশ করেছেন।

তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক সংকট ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার অদক্ষতার পরিচয় দিচ্ছে। এর প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন।

সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের অভ্যন্তরীণ কার্যকর ইচ্ছার অনুপস্থিতির কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কাঠামোগত ও পূর্ণাঙ্গ সংস্কার অর্জনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় বারবার আহ্বান জানাচ্ছে। কিন্তু তা বাস্তবায়নে সরকার উদাসীন।

নাসিফ হিট্টি আরও বলেন, লেবাননের জন্য কাজ করতে এই সরকারে আমি যোগ দিয়েছিলাম। কিন্তু আমি দেখলাম, অনেক নেতা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে।

গত জানুয়ারি মাসে হাসান দিয়াব প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার সময় থেকে নাসিফ হিট্টি লেবাননের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করে আসছেন।

লেবাননের আর্থিক সংকটের কারণে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ’র দ্বারস্থ হয়েছে। কিন্তু এ সংস্থা যেসব শর্ত দিয়েছে তা মেনে কাজ করতে খুব একটা আগ্রহী নয় লেবাননের বর্তমান সরকার। বিষয়টি মেনে নিতে পারছেন না বলে দাবি করেছেন নাসিফ হিট্টি।

এ সম্পর্কিত আরও খবর