২১ সেপ্টেম্বর পবিত্র আশুরা

ইসলামি খবর, ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 02:39:26

বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার (১২ সেপ্টেম্বর) শুরু হচ্ছে নতুন হিজরি বছর ১৪৪০। ফলে ২১ সেপ্টেম্বর (শুক্রবার) সারাদেশে পালিত হবে পবিত্র আশুরা।

সোমবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সভাপতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় দেশে আকাশে কোথাও হিজরি ১৪৪০ সনের মহররম মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) জিলহজ মাসের ৩০ দিন পূর্ণ হবে। বুধবার (১২ সেপ্টেম্বর) থেকে মহররম মাস গণনা শুরু হবে। আগামী ২১ সেপ্টেম্বর ১০ মহররম শুক্রবার দেশে পবিত্র আশুরা পালিত হবে।

কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত পালিত হয় আশুরা। আশুরার দিনে দেশে সরকারি ছুটি থাকে।

এ সম্পর্কিত আরও খবর