এবার বিশ্ব ইজতেমার দুই পর্বে অংশ নেবে ৬৪ জেলা

ইজতেমা, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 21:52:26

বেশ কয়েক বছর ধরে টঙ্গির বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। দুই পর্বের বিশ্ব ইজতেমায় ১৬ জেলা করে মোট ৩২ জেলার তাবলিগি সাথীরা অংশ নিয়ে আসছিলেন। বাকী ৩২ জেলায় আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হতো।

তাবলিগের কাজকে আরও বেশি গতিশীল করাসহ ইজতেমার মাঠে লোকের সঙ্কুলান না হওয়ার কারণে আঞ্চলিক ইজতেমা ও টঙ্গির দুই পর্বের ইজতেমা বেশ সমাদৃতও হয় সবার কাছে।

কিন্তু ২০১৯ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বে দেশের ৬৪ জেলা অংশগ্রহণ করবে। কোনো জেলায় আঞ্চলিক কোনো ইজতেমা অনুষ্ঠিত হবে না। বাংলাদেশের তাবলিগের কেন্দ্রীয় শুরা সদস্যরা বসে এ সিদ্ধান্ত নেন।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর রহিম মেটাল জামে মসজিদে (তেজগাঁও) অনুষ্ঠিত তাবলিগের শুরা সদস্যদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে কাকরাইলের মুরুব্বি হজরত মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা রবিউল হক, মাওলানা ওমর ফারুকসহ ৬৪ জেলার শুরার সদস্যদের নিয়ে বিশেষ পরামর্শ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্তমতে ২০১৯ সালের বিশ্ব ইজতেমা শুধু টঙ্গিতে দুই পর্বে সম্পন্ন হবে। প্রতি পর্বে ৩২ জেলার তাবলিগি সাথীরা অংশ নেবেন। প্রথম পর্ব ১৮ জানুয়ারি শুরু হয়ে ২০ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

দ্বিতীয় পর্ব ২৫ জানুয়ারি শুরু হয়ে ২৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। তবে কোন পর্বে কোন জেলার মুসল্লিরা অংশ নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি। জেলাগুলোর তালিকা পরে জানানো হবে।

এছাড়া ইজতেমার আগে তিন চিল্লার সাথী ও আলেমদের সমন্বয়ে ৫ দিনের বিশেষ জোড় চলতি বছরের ৭ ডিসেম্বর শুরু ১১ ডিসেম্বর শেষ হবে। পূর্ব রীতি অনুযায়ী বিশেষ জোড়ও টঙ্গিস্থ বিশ্ব ইজতেমার ময়দানে অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর