সিরিয়া যুদ্ধে ক্ষতিগ্রস্ত শতাধিক মসজিদ মেরামত করবে তুরস্ক

ইসলামি খবর, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 16:30:59

সাত বছরের বেশি সময় ধরে চলমান সিরিয়ার গৃহযুদ্ধে ৫ লাখের মানুষ নিহত বা নিখোঁজ রয়েছেন। দেশটির অর্ধেকের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বিভিন্ন দেশে। দেশের অবকাঠামো ভেঙে গেছে। ধ্বংসের তালিকা থেকে বাদ যায়নি মসজিদ, মাদরাসার মতো ধর্মীয় স্থাপনাও।

সিরিয়া যুদ্ধে এমন ক্ষতিগ্রস্ত শতাধিক মসজিদ সংস্কার করবে তুরস্ক। তুরস্কের ইসলামি সংস্থা সিরিয়ার উত্তর অঞ্চলে ধ্বংস হয়ে যাওয়া মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মেরামতের জন্য দেড় মিলিয়ন ডলার ব্যয় করার ঘোষণা দিয়েছে।

ক্ষতিগ্রস্ত মসজিদগুলো সিরিয়ার জারবুলস, আজাজ, আলবাব, রায়, মারে, তুর্কমান বারেহ, ইহতিমলাত ও আহতরিন এলাকায় অবস্থিত।

সংস্থাটি বলছে, এসব এলাকার ধ্বংসপ্রাপ্ত মসজিদগুলো মেরামত শেষ হলে তারা অন্য এলাকার মসজিদগুলোর দিকে মনোযোগ দেবে।

আল জাজিরা বলছে, তুরস্ক সিরিয়ায় ধ্বংসপ্রাপ্ত মসজিদগুলো ঠিক করতে একটি মিশনও চালু করেছে।

তুরস্কে ইতোমধ্যে ৩৫ লাখ সিরীয় শরণার্থী আশ্রয় নিয়েছে।

-আল জাজিরা অবলম্বনে

এ সম্পর্কিত আরও খবর