ঢাকা মহানগর কমিটি ঘোষণায় উজ্জীবিত হেফাজত

বিবিধ, ইসলাম

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 02:41:21

হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটির সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মামুনুল হকের নাম ঘোষণার ১ মাস চারদিন পর মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। মহানগর কমিটি ঘোষণায় উজ্জীবিত হেফাজত নেতাকর্মীরা। নতুন কমিটিকে শুভেচ্ছা ও দায়িত্বশীলদের অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে হেফাজত সমর্থকদের।

শনিবার (৩০ জানুয়ারি) খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসা মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জিহাদীর সভাপতিত্বে সভায় কমিটি ঘোষণা করেন নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক।

ঢাকা মহানগর কমিটিতে মুফতি মুহাম্মদ আজহারকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা আতাউল্লাহ আমিনকে প্রচার সম্পাদক, মুফতি জাকির হোসাইন কাসেমীকে অর্থ সম্পাদক, মাওলানা ফয়সাল আহমদকে স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক, মাওরানা গাজী ইয়াকুবকে সমাজ কল্যাণ সম্পাদক, অ্যাডভোকেট মিজানুর রহমানকে আইন বিষয়ক সম্পাদক, মাওলানা রবিউল ইসলামকে দপ্তর সম্পাদক, মাওলানা মুস্তাফিজুর রহমানকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক করা হয়েছে।

এছাড়া কমিটিতে ২২ সদস্যের উপদেষ্টামণ্ডলী, ২২ জন সহ-সভাপতি, ১১ জন সহ-সাধারণ সম্পাদক, ৮ জন সহ-সাংগঠনিক সম্পাদক, ৭ জন সহ-প্রচার সম্পাদক, ৫ পাঁচ জন সহ অর্থ সম্পাদক, ১০ জন স্বেচ্ছাসেবা বিষয়ক সহ সম্পাদক, ১১ জন সহ-আইন বিষয়ক সম্পাদক, ২ জন সহ-দপ্তর সম্পাদক, ৪ জন তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক ও ১৫ জন সদস্য রাখা হয়েছে।

নতুন কমিটি নিয়ে আশাবাদী মহানগর নেতৃবৃন্দ। এ প্রসঙ্গে মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মামুনুল হক বার্তা২৪.কমকে বলেন, ‘হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর কমিটি গঠনে সকল উলামায়ে কেরাম ও ইসলামি নেতৃবৃন্দের অংশগ্রহণ থাকায় কমিটিতে স্বতঃস্ফূর্ততা রয়েছে। কমিটিতে ইসলামি জনতার সত্যিকার প্রতিনিধিত্ব নিশ্চিত হবে- ইনশাআল্লাহ। আমাদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগের ফসল হেফাজতে ইসলামের পথচলা হবে আরও গতিশীলও এবং অনেক বলিষ্ঠ।’

মহানগর কমিটির সহ-প্রচার সম্পাদক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান বার্তা২৪.কমকে বলেন, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালের পর হেফাজতের নবনির্বাচিত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এছাড়া গত এক বছরে সংগঠনের নীতিনির্ধারকদের আরও অনেকেই মারা গেছেন। ফলে কিছুটা শূন্যতা তৈরি হয়েছে। সার্বিক বিবেচনায় ঢাকা মহানগর কমিটিতে অভিজ্ঞদের পাশাপাশি তারুণ্যের সংমিশ্রণে চমৎকার ও ভারসাম্যপূর্ণ কমিটি গঠিত হয়েছে। ইনশাআল্লাহ, এই কমিটি সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি কর্মী-সমর্থকদের প্রত্যাশা মিটিয়ে ঈমান-আকিদা সংরক্ষণে সময়োপযোগী ভূমিকা পালন করতে পারবে বলে আমাদের বিশ্বাস।’

এ সম্পর্কিত আরও খবর