সৌদি আরবের পবিত্র নগরী মদিনা মোনাওয়ারায় ৩ অক্টোবর থেকে শুরু হয়ে ৪০তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রথম পর্বে সন্তোষজনক ফলাফল অর্জন করে মূল পর্বে উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হাফেজ হোসাইন আহমাদ।
প্রতিযোগিতা মোট ৪টি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। তাজবিদ ও তাফসির সহকারে সম্পূর্ণ কোরআন হেফজ, তাজবিদ সহকারে সম্পূর্ণ কোরআন হেফজ, তাজবিদ সহকারে ১৫ পারা হেফজ এবং তাজবিদ সহকারে ৫ পারা হেফজ।
বাংলাদেশের প্রতিনিধি তাজবিদ সহকারে সম্পূর্ণ কোরআন হেফজ গ্রুপে অংশ নিচ্ছেন।
‘বাদশাহ আবদুল আজিজ’-এর নামে কোরআন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। ওই প্রতিযোগিতায় বিশ্বের ৮২টি দেশের মোট ১১৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বুধবার (১০ অক্টোবর) রাতে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব জন্য মসজিদে নববীর ১৯ নম্বর গেটে অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক এই কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে রয়েছেন ওলিদ বিন হাযাম আল-আতিবি এবং আবদুল্লাহ বিন আতাউল্লাহ আল হুসাইন।
আন্তর্জাতিক এই কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধি হাফেজ হোসাইন আহমাদ ঢাকার যাত্রাবাড়ীস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। তিনি প্রতিযোগিতায় অংশ নিতে ৩ অক্টোবর রাতে সৌদি আরব পৌঁছেছেন।
হাফেজ হোসাইনের সঙ্গে তার ওস্তাদ প্রখ্যাত ক্বারী হাফেজ নেছার আহমাদ আন নাছিরী রয়েছেন।