আগামী বছর থেকে পবিত্র হজ ও উমরা পালনকারী বাংলাদেশিদের সৌদি আরবের ভিসা পেতে হলে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক নিবন্ধন (আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবি) সম্পন্ন করতে হবে।
বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত সৌদি আরব দূতাবাসের কাউন্সিলর বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সব হজ ও উমরা এজেন্সিকে এ কথা জানিয়েছে।
সৌদি সরকারের নতুন এই সিদ্ধান্ত ১ জানুয়ারি, ২০২০ সাল থেকে কার্যকর হবে।
এ জন্য সৌদি ভিসা বায়ো অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক ডেটা দিতে হবে। গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে।
উল্লেখিত তারিখ থেকে ওই অ্যাপে নিবন্ধন এবং বায়োমেট্রিক ব্যবস্থা চালুর প্রক্রিয়া সম্পন্ন করা ছাড়া হজ ও উমরার জন্য কোনো ভিসা ইস্যু করা হবে না।