বাংলাদেশ থেকে এ বছর ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
ধর্ম প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে বুধবার (১৩ এপ্রিল) রাজধানীতে এক ইফতার মাহফিলে এ তথ্য জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসাইন।
তিনি বলেন, বাংলাদেশ থেকে কতজন হজে যেতে পারবেন সেই সংখ্যা ঠিক হলেও সৌদি সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর কবে হবে, খরচ কেমন হবে, সেসব বিষয়ে কিছু বলেননি প্রতিমন্ত্রী।
মহামারির আগে যেখানে ২৫ লাখ মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ করতে সৌদি আরবে যাওয়ার সুযোগ পেতেন, সেখানে এ বছর ১০ লাখ হজযাত্রীকে ভিসা দেবে দেশটি।