বিশ্ব ইজতেমার তারিখ চূড়ান্ত করতে বিবাদে জড়িয়ে যাওয়া তাবলীগ জামাতের দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।
ভারতের মাওলানা সাদ কান্ধলভির পক্ষ ও বিপক্ষ দু’গ্রুপকে নিয়ে বৈঠক চলছে। আগে থেকে এ দু’পক্ষ কোনোভাবেই একসঙ্গে ইজতেমা করার পক্ষে ছিল না। এ নিয়ে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে একাধিকবার বৈঠক হয়।
এর আগে বুধবারও (২৩ জানুয়ারি) এ বিষয়ে বৈঠক হয়। কিন্তু বৈঠকে ইজতেমার তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি।
সেই বৈঠকে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ, পুলিশ প্রধান, র্যাব প্রধান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রধান ও তাবলীগ জামাতের দুই পক্ষের নেতারা।
এতে দুই গ্রুপের নেতৃত্বে ছিলেন মাওলানা ওয়াশেখ এবং আরেকটি গ্রুপের নেতৃত্ব দেন মাওলানা জুবায়ের। সে সময় দু’পক্ষের সবাই উপস্থিত ছিলেন। খোলামেলা আলাপ হয়েছে। আলাপের পর সিদ্ধান্ত হয় আগামী ফেব্রুয়ারি মাসের যেকোনো সময় টঙ্গিতে বিশ্ব ইজতেমা হবে। দু’পক্ষই একত্রে এই ইজতেমা করবে।
এরপর আজ ধর্ম মন্ত্রণালয়ে তারিখ নির্ধারণে বৈঠকে বসে দুই পক্ষ।