আর্তপীড়িত মানুষের সেবায় আল খলিল সেন্টার ইউকের পথচলা

কৃতিত্ব, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-10 16:17:59

গৃহহীনকে ঘর নির্মাণ, বিনামূল্যে চক্ষু শিবির, পবিত্র কোরআন ও কিতাব বিতরণ, টিউবওয়েল স্থাপন, সেলাইমেশিন প্রদান, হাঁস খামার প্রকল্প, শীতবস্ত্র বিতরণ, হুইলচেয়ার বিতরণ, প্রতিবন্ধী অনুদান প্রকল্প, যৌতুকবিহীন বিয়ে, কোরবানি প্রজেক্ট, মসজিদ নির্মাণ, দ্বীনী প্রতিষ্ঠানে অর্থ সহায়তা, ত্রাণ সামগ্রী বিতরণ, একাডেমিক ভবন নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি, আল খলিল ক্যাটল ফার্ম ও দ্বীন টিভির কার্যক্রম বাস্তবায়নসহ মানবসেবামূলক নানা কাজ করছে ‘আল খলিল এডুকেশন এন্ড কালচ্যারাল সেন্টার ইউকে’ (একেইসিসি)। দেড় যুগ ধরে প্রতিষ্ঠানটি বাংলাদেশসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময়ের মধ্যে এই সংস্থার প্রচেষ্টায় প্রায় ১৭ লক্ষাধিক আর্তপীড়িত মানুষ সেবা পেয়েছেন।

২০০৯ সালে ‘আল খলিল এডুকেশন এন্ড কালচারাল সেন্টার ইউকে’ (Al-Khalil Education & Cultural Centre UK) প্রতিষ্ঠা করেন শায়খ বদরুল আলম হামিদী। তিনি এই প্রতিষ্ঠানের চেয়ারপারসনের দায়িত্ব পালনের পাশাপাশি মৌলভীবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া বরুণার প্রিন্সিপাল।

আল খলিল সেন্টার ইউকের প্রতিষ্ঠা প্রসঙ্গে শায়খ বদরুল আলম হামিদী বার্তা২৪.কমকে বলেন, ‘প্রবাসী দ্বীন দরদী ভাই-বোনদের সার্বিক সহায়তা ও আল্লাহতায়ালার খাস মেহেরবানিতে আল খলিলের এই যুগান্তকারী পদক্ষেপ দিন-দিন অভীষ্ট লক্ষ্যপানে অগ্রসর হচ্ছে। আর্তসামাজিক উন্নয়নে সংগঠনটি তার বহুমুখী কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।’

আল খলিল সেন্টার ইউকের উদ্যোগে কোরবানি প্রজেক্টে গোশত বিতরণ করছেন শায়েখ বদরুল আলম হামিদী, ছবি: সংগৃহীত

তিনি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবতার সেবায় বহুমুখী কার্যক্রম ছড়িয়ে দিতে কাজ করছি। যেখানেই বিপর্যস্ত মানবতার গগনবিদারী আর্তনাদ, সেখানেই ছুটে যাচ্ছে আমাদের দল। ফিলিস্তিনের গাজা উপত্যকা, সিরিয়া ও গ্রীসের এডুমিনের উদ্বাস্তু শরণার্থীদের জন্য এগিয়ে যাওয়া আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দীর্ঘ তিন বছর যাবত অনাহারে নিপতিত পশ্চিম আফ্রিকার দূর্গম অঞ্চলের কঙ্কালসার জনগোষ্ঠীর জন্য আমাদের কাজ বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। মানুষখেকো প্রাণীর চরম ভয় উপেক্ষা করে আমরা আফ্রিকার দুর্গম এলাকা ‘কারইয়াতুস সাহাবা’য় ত্রাণসামগ্রী নিয়ে যেতে পিছপা হইনি। মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা মুসলিমদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে ছুটে গিয়েছি টেকনাফে। কোভিড মহামারির সময়ও আমাদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম চালু ছিল। তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি ‘শানিল উরফা’ সিটিতে স্কুল ও কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। বিশ্বের অর্ধ লক্ষাধিক আর্তপীড়িত মানুষ আমাদের সেবা গ্রহণ করেছে।

সংগঠনের চলমান কার্যক্রম প্রসঙ্গে শায়খ হামিদী বলেন, ‘প্রবাসী ভাই-বোনদের সহযোগিতায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বাগেরহাট, আফ্রিকার কেনিয়া ও তানজানিয়াসহ বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিবছর ৫ শতাধিক কোরবানির পশু জবাই করে গোশত গরীব-অসহায়দের মাঝে বিতরণ করা হয়। কোরবানি প্রজেক্টে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ ঈদুল আজহার আনন্দ উপভোগ করে। এবারও এসব অঞ্চলে গরীব-অসহায় ও বন্যা কবলিত এলাকায় গোশত বিতরণের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষে কাজ চলছে।’

আল খলিল এডুকেশন এন্ড কালচারাল সেন্টার ইউকের অন্য প্রকল্পগুলো হলো- রমজান মাসে কেরাত সেন্টার পরিচালনা, ফ্যামিলি ফুডপ্যাক বিতরণ, ঈদ গিফট ও ইফতার সামগ্রী প্রদান, টিউবওয়েল বিতরণ, অজুখানা নির্মাণ, দরিদ্রদের মাঝে গৃহ নির্মাণ প্রকল্প, বিধবা ও অসহায় নারীদের সেলাইমেশিন প্রদান, প্রতিবন্ধী, অসুস্থ ও যৌতুকবিহীন বিয়েতে সহায়তা, হাঁস খামার প্রকল্প, শীতবস্ত্র বিতরণ, হুইলচেয়ার ও রিকশা বিতরণ, বিভিন্ন মসজিদ-মাদরাসায় অনুদান, ইসলামের প্রচার-প্রসারে দ্বীন টিভি প্রতিষ্ঠা ও বৃত্তিমূলক শিক্ষা প্রকল্প।

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া বরুণা, ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠানটি ইতোমধ্যে মাথা গোঁজার ঠাঁই নেই এমন ৬৫টি পরিবারসহ ৫ শতাধিক গৃহহীন মানুষকে পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। ১৫০ জন প্রতিবন্ধী, অসহায়, বিধবা নারীকে সেলাইমেশিন প্রদান করা হয়েছে। হাওর অঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থানের লক্ষ্যে ৯ জন উদ্যোগীকে হাঁস-মুরগীর খামারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। শতাধিক প্রতিবন্ধী ও কর্মজীবির মাঝে ফ্রি হুইলচেয়ার ও রিকশা বিতরণ করা হয়েছে। এছাড়া যৌতুকবিহীন বিয়ে প্রকল্পের আওতায় শতাধিক বিয়ের ব্যবস্থাসহ অসংখ্য শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বেকারদের জন্য বৃত্তিমূলক কারিগরি শিক্ষা তথা দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ, বিদ্যুৎ প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ ও ড্রাইভিং প্রশিক্ষণ চালু আছে।

মানবদরদি এই সংস্থার প্রচেষ্টায় বাংলাদেশে কোরআন শিক্ষা বিস্তারের লক্ষ্যে ২০১১ সালে ‘আল খলিল কোরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ ঘটে। বিগত ১০ বছরে বাংলাদেশের ৪৫টি জেলায় আল খলিল কোরআন শিক্ষাবোর্ড প্রায় ৯ লাখ শিক্ষার্থীকে সহিহ-শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত ও জরুরিয়াতে দ্বীনের তালিম দিয়েছে।
এ ছাড়া দাওয়াত ও তাবলিগের আদর্শিক দৃষ্টিভঙ্গির বাস্তবায়ন এবং ইসলামের সুমহান আদর্শ সবার কাছে সহজে পৌঁছাতে ইংল্যান্ড ও বাংলাদেশভিত্তিক ‘দ্বীন টিভি-স্কাই চ্যানেল ৭৮৩’ নামে একটি নতুনধারার ইসলামি টিভি চ্যানেল যাত্রা শুরু করে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি। ইউরোপসহ বিশ্বের প্রায় ৩০ লাখ দর্শক প্রতিদিন এই জনপ্রিয় ইসলামি চ্যানেলের মাধ্যমে ইসলামের আদর্শ ও শিক্ষা গ্রহণ করছে।

শায়খ হামিদির প্রত্যাশা, অতীতের ন্যায় প্রবাসী ভাই-বোনদের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকলে আর্তপীড়িত ও অসহায় মানুষের সেবায় আল খলিলের কার্যক্রম আরও প্রসারিত হবে- ইনশাআল্লাহ।

এ সম্পর্কিত আরও খবর