আর কিছুক্ষণ বাদেই শুরু হবে মুসলামদের বড় জমায়েত বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। প্রথম পর্বের মোনাজাতে অংশ নিতে ফজরের নামাজ আদায় করে ইজতেমা মাঠের দিকে ছুটে চলছেন লাখো মুসল্লি। রাজধানীসহ সারা দেশের ধর্মপ্রাণ মুসলমান দূর থেকে পায়ে হেঁটে চলছেন ইজতেমা মাঠের দিকে।
টঙ্গী ইজতেমার মাঠ এখন মুসল্লিদের পদচারণায় মুখোরিত। এদিকে ইজতেমার শৃঙ্খলা রক্ষার্থে টঙ্গী, উত্তরা ও বিমানবন্দর সড়ক যানচলাচল সীমিত করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী বনানী সিগনাল থেকেই গাড়ি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। পথে কয়েক দফা চেক করার পর কিছু ব্যক্তিগত গাড়ি ইজতেমা মাঠ পর্যন্ত আসলেও কুড়িল ফ্লাইওভারের কাছ থেকে বাসসহ অন্যান্য গণপরিবহন নিয়ন্ত্রণ করা হয়েছে। ফলে কয়েক কিলোমিটার পায়ে হেঁটেই মুসল্লিরা ছুটে চলছেন।
কয়েক কিলোমিটার হাঁটলেও মানুষের মাঝে ক্লান্তির ছাপ নেই। সবার মুখে একটাই চাওয়া আল্লাহর সন্তুষ্টু অর্জন। আল্লাহর সন্তুষ্টি অর্জনে জোর কদমে সারিবদ্ধ ভাবে মুসল্লিরা ছুটছেন।
ছোট বড় সব শ্রেণির মানুষের গন্তব্য এখন বিশ্ব ইজতেমার দিকে। এদিকে মোনাজাতের আগে বয়ান। মুসল্লিদের উদ্দেশ্যে আল্লাহ, রাসুলের দিক নির্দেশনা পাঠ করা হচ্ছে।