তোষামোদ ও চাটুকারিতা ইসলামে নিষিদ্ধ

বিশেষ নিবন্ধ, ইসলাম

মাওলানা ফারুক হোসাইন, অতিথি লেখক, ইসলাম | 2025-01-12 20:33:59

স্বার্থসিদ্ধির জন্য কোনো কথা কিংবা ঘটনাকে ভিন্ন রূপ দিয়ে অন্যকে সন্তুষ্ট করার প্রয়াসে প্রকাশ করাকে চাটুকারিতা বলে। এর সমার্থক শব্দ তোষামোদি, মোসাহেবি, তৈল মর্দন ইত্যাদি।

আজকাল এমন তোষামোদ ও চাটুকারিতার প্রতিযোগিতা চলছে। যেখানে মানবিকতা, পেশাগত দক্ষতা ও নীতি-আদর্শ তুচ্ছ।

শরিয়তের মূলনীতির মধ্যে থেকে কোনো ব্যক্তির প্রশংসা করা বৈধ। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা একাধিক নবীর প্রশংসা করেছেন। ইসলামে ব্যক্তির প্রশংসা বৈধ, তবে তা অবশ্যই সীমা রক্ষা করে করতে হবে। এমনকি নবী-রাসুলের প্রশংসার ক্ষেত্রেও ইসলাম সীমালঙ্ঘন অনুমোদন করে না। নবী কারিম (সা.) বলেন, ‘তোমরা আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করো না, যেমন ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল। আমি আল্লাহর বান্দা। তাই বলো- আল্লাহর বান্দা ও তার রাসুল।’ -সহিহ বোখারি : ৩৪৪৫

শরিয়ত বৃহত্তর সামাজিক কল্যাণ নিশ্চিত করতে কখনো কখনো ব্যক্তির প্রশংসা নিষিদ্ধ করেছে; যেমন-

আত্মপ্রশংসা: আত্মপ্রশংসা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। মহান আল্লাহ বলেন, ‘অতএব তোমরা আত্মপ্রশংসা করো না, তিনিই সম্যক জানেন কে আল্লাহভীরু।’ -সুরা নাজম : ৩২

অতিপ্রশংসা: কারো অতিপ্রশংসা করা ইসলামে নিন্দনীয়। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহর শপথ! আল্লাহ আমাকে যে মর্যাদা দান করেছেন তার চেয়ে উঁচু মর্যাদা আমাকে দান করো সেটা আমি পছন্দ করি না।’ -মুসনাদে আহমাদ : ১২১৪১

পাপিষ্ঠ ব্যক্তির প্রশংসা: যে ব্যক্তি প্রকাশ্য পাপাচারে লিপ্ত, যে মানুষের ওপর অত্যাচার করে, তার প্রশংসা করা নিষিদ্ধ। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা মুনাফিককে ‘আমাদের নেতা’ বলে সম্বোধন করো না। কেননা সে যদি নেতা হয়, তাহলে তোমরা তোমাদের মহামহিম আল্লাহকে ক্রোধান্বিত করলে।’ -সুনানে আবু দাউদ : ৪৯৭৭

সামনে প্রশংসা করা: কোনো ব্যক্তির সামনে তার প্রশংসা করতে ইসলাম নিরুৎসাহ করেছে। হজরত আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, নবী কারিম (সা.) এক ব্যক্তিকে অপর ব্যক্তির প্রশংসা করতে শুনে বলেন, ‘তোমরা তাকে ধ্বংস করে দিলে বা তোমরা লোকটার মেরুদণ্ড ভেঙে ফেললে।’ -সহিহ বোখারি : ২৬৬৩

অর্থ: তোমরা পরস্পরের অতিপ্রশংসা থেকে বেঁচে থাকো, কেননা তা হত্যাতুল্য। হাদিস

তোষামোদ ও চাটুকারিতা: কোনো ব্যক্তির ভালো-মন্দ বিবেচনা না করে শুধু তার প্রশংসা করা বা কারো চাটুকারিতায় লিপ্ত হওয়া ইসলামে নিষিদ্ধ। নবী কারিম (সা.) বলেন, ‘তোমরা পরস্পরের অতিপ্রশংসা (তোষামোদ ও চাটুকারিতা) থেকে বেঁচে থাকো। কেননা তা হত্যাতুল্য।’ -সুনানে ইবনে মাজাহ : ৩৭৪৩

প্রশংসাপ্রত্যাশীদের প্রশংসা: পবিত্র কোরআনে প্রশংসাপ্রত্যাশীদের নিন্দা করা হয়েছে। সুতরাং এমন ব্যক্তিদের প্রশংসা পরিহার করা আবশ্যক। ইরশাদ হয়েছে, ‘যারা নিজেরা যা করেছে তাতে আনন্দ প্রকাশ করে এবং যা নিজেরা করেনি এমন কাজের জন্য প্রশংসিত হতে ভালোবাসে, তারা শাস্তি থেকে মুক্তি পাবে- এমন তুমি কখনো মনে করো না। তাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে।’ -সুরা আলে ইমরান : ১৮৮

প্রশংসা যখন বৈধ 
ইসলাম নির্দেশিত সীমার মধ্যে থেকে একজন মুমিন অপর মুমিনের প্রশংসা করতে পারে; যেমন-

কৃতজ্ঞতা আদায়: ইসলাম অনুগ্রহকারীর কৃতজ্ঞতা আদায়ে উৎসাহিত করেছে। ইরশাদ হয়েছে, ‘যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে (যথাযথভাবে) আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে না।’ -মুসনাদে আহমাদ : ২১৩৩১

ভালো কাজে উৎসাহ দেওয়া: ব্যক্তিকে ভালো কাজে উৎসাহিত করা। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছিলেন, ‘আবদুল্লাহ কতই না উত্তম ব্যক্তি, যদি সে তাহাজ্জুদ আদায় করত।’ -সহিহ বোখারি : ১১৫৬

এছাড়া মানুষ যেন তার প্রাপ্য অধিকার, মর্যাদা ও অবস্থান লাভ করে এ জন্য প্রশংসা করা বৈধ।

এ সম্পর্কিত আরও খবর