আলেমদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন আল্লামা শফী

ইসলামি খবর, ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট নাটোর | 2023-08-31 11:20:17

‘আলেম-উলামাদের মহব্বত (ভালোবাসলে) করলে আল্লাহতায়ালা খুশি হন। আপনারা আলেমদের পাশে দাঁড়ান, আল্লাহ খুশি হবেন। আমি সবার জন্য দোয়া করছি।’

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় নাটোর এন এস সরকারি কলেজ মাঠে জেলা ঈমান ও আকিদা সংরক্ষণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত শানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী এসব কথা বলেন।

আল্লামা শাহ আহমদ শফী সংক্ষিপ্ত বক্তব্যে ধর্মীয় বিষয়ের বাইরে সমসাময়িক কোনো বিষয়ে কথা বলেননি।

তিনি বলেন, ‘আজ কোনো ওয়াজ বা মাহফিলের উদ্দেশ্যে এখানে আসি নাই। এসেছি ইসলামকে ও দ্বীনকে ভালোবেসে।’

সম্মেলনে আরও বক্তব্য রাখেন, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা ঈমান ও আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমানসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

এর আগে বেলা ১২টায় হেলিকপ্টারে চড়ে নাটোরের ফুলবাগান মাঠে নামেন আল্লামা শাহ আহমদ শফী। নাটোরে তার আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

নাটোর পৌঁছে আল্লামা আহমদ শফী প্রথমে জামিয়া আহমাদিয়া হোসাইনিয়া দারুল উলুম নাটোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে শানে রিসালাত সম্মেলনে যোগ দেন।

এ সম্পর্কিত আরও খবর