অস্ট্রিয়ায় মসজিদ বন্ধের সিদ্ধান্ত বৈষম্যমূলক আচরণ

, ইসলাম

ইসলাম ডেস্ক | 2023-08-23 15:51:39

প্রায় নব্বই লাখ মানুষের দেশ অস্ট্রিয়ায় মুসলিমের সংখ্যা ছয় লাখের মতো। মুসলমানদের বেশিরভাগই তুরস্ক থেকে আসা অভিবাসী কিংবা তুর্কীদের বংশধর।

সেই অস্ট্রিয়ায় বিদেশি অর্থায়নে পরিচালিত ৭টি মসজিদ বন্ধ ও ৬০ জন ইমামকে বহিষ্কার করার সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক সরকার।

অস্ট্রিয়ার যে মসজিদগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে তার নাম উল্লেখ করা হয়নি, তবে এতটুকু জানা গেছে, তিনটি মসজিদ রাজধানী ভিয়েনায় অবিস্থত।

এক প্রতিক্রিয়ায় তুরস্কের প্রেসিডেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, অস্ট্রিয়া সরকারের এমন সিদ্ধান্ত বৈষম্যমূলক।

অপর দিকে, অস্ট্রিয়া সরকারের অভিযোগ, এসব মসজিদে ইসলাম নিয়ে রাজনীতি করা হচ্ছে। এ কারণে মসজিদ বন্ধের ও ইমাম বহিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কার্জ।

এর আগে গত অক্টোবরে অস্ট্রিয়ায় মুসলিম নারীদের প্রকাশ্য স্থানে পুরো মুখঢাকা নেকাব বা বোরকা পরা নিষিদ্ধ করা হয়।

সেবাস্তিয়ান কুর্জ গত ডিসেম্বরে অভিবাসন বিরোধি ফ্রিডম পার্টির সঙ্গে কোয়ালিশন করে ক্ষমতায় আসে।

এ সম্পর্কিত আরও খবর