২০২০ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব আলেম-উলামা ও আলমি শুরার তত্ত্বাবধানে ১০ জানুয়ারি শুরু হয়ে ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
৪ দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ১৭ জানুয়ারি শুরু হয়ে ১৯ জানুয়ারি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় পর্বের ইজতেমা দিল্লির নিজামুদ্দিনের অনুসারী তত্ত্বাবধান করবেন। উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এবারও দিল্লি নিজামুদ্দিনের মুরুব্বি মাওলানা সাদ টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নেবেন না।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্ব ইজতেমা সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, কাকরাইলের শুরা সদস্য মাওলানা যোবায়ের, মাওলানা রবিউল হক, আলেমদের পক্ষে মুফতি রুহুল আমিন, মাওলানা নুরুল আমিন, মুফতি মাহফুজুল হক, এতাতিদের পক্ষে প্রকৌশলী ওয়াসিফুল ইসলাম, মাওলানা মোশাররফ হোসেন, মুফতি ইজহারুল ইসলাম ও মাওলানা আশরাফ আলীসহ বিভিন্ন স্তরের তাবলিগি সাথীরা উপস্থিত ছিলেন।
সভায়, ২০২০ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে তাবলিগের দুই ধারার অধীনে সম্পন্নের সিদ্ধান্ত হয়।
ইজতেমার আগে তিন চিল্লার সাথীদের নিয়ে বিশেষ জোড় ইজতেমা এবার হবে না বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ব ইজতেমা দুই পর্বে হলেও মাঠে প্রস্তুতের কাজ করবেন আলেম-উলামারা।
উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।