নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কাজ-কর্ম, চরিত্রের বর্ণনা, কোনো কাজের প্রতি তার সমর্থন, মৌনতা এবং আদেশ-নিষেধের বর্ণনাকে হাদিস বলা হয়।
ইসলামের সত্য ও সঠিক বিষয়সমূহ জানার জন্যে কোরআনে কারিমকে যেমন বুঝতে হবে এবং মানতে হবে। ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তে হবে এবং সে অনুযায়ী চলতে হবে। এ লক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস সংকলন করা হলো।
আল্লাহই যথেষ্ট
এক. যে আল্লাহর ওপর ভরসা করে, তার জন্যে আল্লাহই যথেষ্ট। -ইবনে মাজাহ
জ্ঞানী
এক. জ্ঞানীরা নবীদের উত্তরাধিকারী। -তিরমিজি
দুই. জ্ঞানবান আর দুনিয়াদার সমান নয়। -দারেমি
তিন. সবচেয়ে মন্দ লোক জ্ঞানীদের মধ্যে যারা মন্দ তারা, আর সবচেয়ে ভালো লোক জ্ঞানীদের মধ্যে যারা ভালো তারা। -দারেমি
চার. প্রতিটি জ্ঞান তার বাহকের জন্যে বিপদের কারণ, তবে যে সে অনুযায়ী আমল (কাজ) করে তার জন্যে নয়। -তিবরানি
শিক্ষক
এক. আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। -মিশকাত
দুই. শিক্ষাদান করো এবং সহজ করে শিখাও। -আদাবুল মুফরাদ
সুধারণা কুধারণা
এক. সুধারণা করা একটি ইবাদত। -আহমদ
দুই. অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো, কেননা অনুমান হলো- বড় মিথ্যা কথা। -সহিহ বোখারি
জুলুম
এক. জুলুম করা থেকে বিরত থাকা। কেননা, কিয়ামতের দিন জুলুম অন্ধকারের রূপ নেবে। -সহিহ মুসলিম
দুই. মাজলুমের ফরিয়াদ থেকে আত্মরক্ষা করো। -সহিহ বোখারি
ভ্রাতৃত্ব
এক. মুমিন মুনিনের ভাই। -মিশকাত
দুই. মুসলমান মুসলমানের ভাই। -সহিহ বোখারি
নোট: এ দু’টি হাদিসে ঈমান এবং ইসলামকে ভ্রাতৃত্বের ভিত্তি বলা হয়েছে।
ভ্রাতৃত্বের দায়িত্ব
এক. মুমিন মুমিনের আয়না। -মিশকাত
শিক্ষা : আয়না যেমন ময়লা দূর করতে এবং সাজ-সৌন্দর্য গ্রহণ করতে সাহায্য করে, তেমনি একজন মুমিনের কর্তব্য তার মুমিন ভাইয়ের দোষ-ত্রুটি দূর ও সুন্দর গুণাবলী অর্জন করার কাজে সাহায্য করা।
দুই. মুসলমান মুসলমানের ভাই। সে তার ভাইয়ের প্রতি জুলুম করে না এবং তাকে অপমানিতও করে না। -সহিহ মুসলিম
তিন. মুমিন মুমিনের সঙ্গে প্রাচীরের গাঁথুনির মতো মজবুত সম্পর্ক রাখে। -সহিহ বোখারি
চার. মুমিন ছাড়া অন্যকে সঙ্গী বন্ধু বানাবে না। -মিশকাত
সুকৃতি দুষ্কৃতি
এক. যে ভালো কাজের আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না, সে আমার লোক নয়। -তিরমিজি
বিনয়
এক. যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয়, আল্লাহতায়ালা তার মর্যাদা বাড়িয়ে দেন। -মিশকাত
বিশ্বাস ভঙ্গ করা
এক. যে তোমার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছে, তুমি তার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করো না। -তিরমিজি
দান
এক. দান হচ্ছে একটি প্রমাণ। -সহিহ মুসলিম
দুই. যে আল্লাহর পথে একটি দান করে, আল্লাহ তার জন্যে সাতশ’ গুণ লিখে দেন। -তিরমিজি
তিন. দান সম্পদ কমায় না। -তিবরানি
ভালো ব্যবহার
এক. যে আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে। -সহিহ বোখারি
দুই. তোমার ভাইয়ের দিকে হাসিমুখে তাকানো একটি দান। -তিরমিজি
তিন. যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না। -সুনানে আবু দাউদ
সত্য মিথ্যা
এক. সত্য দেয় মনের শান্তি, আর মিথ্যা দেয় সংশয়। -তিরমিজি
প্রফুল্লতা
এক. মনের প্রফুল্লতা আল্লাহর একটি অনুগ্রহ। -মিশকাত
ক্ষতিগ্রস্ত লোক
এক. যার দু’টি দিন সমান গেলো, সে ক্ষতিগ্রস্ত হলো। -দায়লামি
ব্যাখ্যা : হাদিসটির মর্ম হলো, যে ব্যক্তি প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে এক ধাপ উন্নত কতে পারে না, কিছুটা এগিয়ে নিতে পারে না, সে ক্ষতিগ্রস্ত হয় এবং পিছিয়ে পড়ে।
ভালো মানুষ
এক. তোমাদের মধ্যে ভালো মানুষ তারা, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। -ইবনে মাজাহ
দুনিয়ার জীবন
এক. দুনিয়া মুমিনের জন্যে কারাগার, আর কাফেরের জন্যে বেহেশত। -সহিহ মুসলিম
দুই. দুনিয়াতে এমনভাবে জীবন যাপন করো যেনো তুমি একজন গরীব কিংবা পথিক। -সহিক বোখারি
তিন. অনাড়ম্বর জীবন যাপন ঈমানের অংশ। -সুনানে আবু দাউদ
বিয়ে
এক. আল্লাহতায়ালার কাছে বিয়ের মতো প্রিয় কোনো বন্ধন ইসলাম ধর্মে নেই। -মুস্তাদরাক
দুই. যে ব্যক্তি আমার স্বত্তাকে ভালোবাসে, তার উচিত আমার সুন্নতের অনুসরণ করা, আমার পথে পথচলা। আর আমার সুন্নতের মধ্যে অন্যতম হচ্ছে বিয়ে করা। -মাকারেমুল আখলাক
তিন. কোনো নারীকে তার সৌন্দর্য্যের কারণে বিয়ে করো না, কেননা তার সৌন্দর্য তার নৈতিক অবনতির কারণ হতে পারে। একইভাবে তার সম্পদের দিকে দৃষ্টি রেখে তাকে বিয়ে করো না, কেননা তার সম্পদ তার ঔদ্ধত্য ও অবাধ্যতার কারণ হতে পারে। বরং কোনো নারীকে তার ঈমানের কারণে বিয়ে করো। -মিশকাত