ছয় উসুলের প্রতিটি বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে শনিবার (১১ জানুয়ারি) টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শেষ হবে।
শনিবার বাদ আসর ইজতেমার মূল মঞ্চে ‘যৌতুক বিহীন’ বিয়ে পড়ানো হয়। সরাসরি বরের উপস্থিতিতে ও কনের সম্মতি নিয়ে অভিভাবকদের সামনে ভারতের মাওলানা জোহায়রুল হাসান ৯৮ জোড়া সুন্নতি বিয়ে পড়ান। বিয়ে শেষে সেখানে খেজুর ও মিষ্টি বিতরণ করা হয়। পরে নব দম্পতিদের দুনিয়া ও আখিরাতের সুখ শান্তি কল্যাণ কামনায় মাওলানা জোহায়রুল হাসান মোনাজাত পরিচালনা করেন।
জানা গেছে, আগামীকাল রোববার বাদ ফজর হেদায়েতি বয়ান করবেন মাওলানা জিয়াউল হক, আখেরি মোনাজাতের আগে বিশেষ সমাপনী বয়ান করবেন মাওলানা ইবরাহীম দেওলা। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইলের মুরব্বি মাওলানা মুহাম্মদ জোবায়ের।