আখেরি মোনাজাতে ছিল না পর্যাপ্ত সাউন্ড সিস্টেম

ইজতেমা, ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-30 21:55:14

টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় স্মরণকালের সেরা উপস্থিতি লক্ষ্য করা গেছে। সারা দেশ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা যোগ দিয়েছিলেন বিশ্ব ইজতেমা ময়দানে।

তবে ইজতেমা ময়দানে এতো মুসল্লির জায়গা না হওয়ায় বাইরেও জমায়েত হয়েছিলেন হাজার হাজার মুসল্লি। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার সেখানে পর্যাপ্ত সাউন্ড সিস্টেমের অভাব ছিল। এ কারণে এফএম রেডিওতে সরাসরি প্রচার হওয়া মোনাজাত মোবাইলের মাধ্যমে শুনেন ইজতেমা ময়দানের বাইরে জমায়েত হওয়া মুসল্লিরা। ওই সময় তারা মোবাইলে শুনে মোনাজাতে অংশ নেন।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কের পাশে প্রত্যাশা ব্রিজ সংলগ্ন এলাকায় এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের পাশে ২ থেকে ৩টি স্থানে মাইক দেয়া হলেও বাকি জায়গায় কোনো সাউন্ড সিস্টেম ছিল না। এ কারণে প্রত্যাশা ব্রজ, ধউরসহ আরও কয়েকটি জায়গায় মুসল্লিরা এফএম রেডিও শুনে মোনাজাতে অংশ নেন। ওই সময় আল্লাহ হুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয় চারপাশ।

আরও পড়ুন: ইজতেমা থেকে ফিরছেন মুসল্লিরা, বেশি ভাড়া নেয়ার অভিযোগ

এ সম্পর্কিত আরও খবর