ঢাকায় আন্তর্জাতিক কিরাত সম্মেলন ২৪ জানুয়ারি

ইসলামি খবর, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 16:33:43

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে ২৪ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে ২০তম ইক্বরা আন্তর্জাতিক কিরাত সম্মেলন।

ইক্বরার তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের পৃষ্ঠপোষকতায় রয়েছে পিএইচপি ফ্যামিলি। সম্মেলনটি সকাল ৯টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক কুরআন তিলওয়াত সংস্থা (ইক্বরা)-র পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরা সম্মেলনে উপস্থিত থাকবেন।

বিজ্ঞপিতে আরও বলা হয়েছে, এ বছরের সম্মেলনে জর্দানের প্রখ্যাত ক্বারি শায়খ ড. সামিহ আল আসামেনাহ, মিসরের শায়খ আদিল আল বাজ, ইরানের ক্বারি কারিম মানসুরি, মরক্কোর শায়খ আহমাদ আল খালেদি, তুরস্কের ক্বারি হুসাইন তুরকান, মালয়েশিয়ার ক্বারি ওয়ান আইনুদ্দিন হিলমি ও থাইল্যান্ডের ক্বারি মুয়াজ মুস্তফা অংশ নেবেন।

ইক্বরার সভাপতি ক্বারি শায়খ আহমাদ বিন ইউসুফ আল আজহারি সম্মেলনে সভাপতিত্ব করবেন।

সম্মেলনে নারী শ্রোতাদের নামাজঘরে বসে কিরাত শোনার ব্যবস্থা থাকবে।

এ সম্পর্কিত আরও খবর