তিন আলেমের জীবন-কর্ম নিয়ে আলোচনা বৃহস্পতিবার

ইসলামি খবর, ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-28 22:29:09

সাম্প্রতিক সময়ে ইন্তেকাল হওয়া বাংলাদেশের তিন আলেমেদ্বীন আল্লামা আশরাফ আলী রহ., আল্লামা তাফাযযুল হক হবিগঞ্জী রহ. এবং আল্লামা আযহার আলী আনোয়ার শাহ্ রহ. এর জীবন ও কর্ম নিয়ে ময়মনসিংহে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাদ জোহর নগরের বড় মসজিদে এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।

এতে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) যুগ্ম-মহাসচিব মুফতি মাহ্ফুজুল হক, আল্লামা আশরাফ আলী রহ. এর জামাতা মাওলানা আতাউল্লাহ্ আমিন, আল্লামা তাফাযযুল হক হবিগঞ্জী রহ. এর ছেলে মাওলানা তাফহীম, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ্ রহ. এর ছেলে মাওলানা আনজার শাহ্ তান্ঈম ও মরহুমের ভাই মাওলানা সাব্বির আহমদ রশীদ এবং জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের শায়খুল হাদিস আল্লামা শফিকুর রহমান জালালাবাদীসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আলেম-উলামাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়া ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয়, জেলা এবং থানার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এ সম্পর্কিত আরও খবর