করোনায় মৃতদের জন্য দোয়া শুক্রবার

ইসলামি খবর, ইসলাম

ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 06:04:29

ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মো. আবদুল্লাহসহ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকল সংসদ সদস্য, রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সকলের রুহের মাগফিরাত কামনা করে কোরআনখানী, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দোয়া পরিচালনা করবেন বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৮২ হাজার কেন্দ্রেও জুমার পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত: করোনায় আক্রান্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ শনিবার রাতে ইন্তেকাল করেন। একই দিন ইন্তেকাল করেন সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম।

সরকারি হিসাবে বাংলাদেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৩৪৩ জন। মোট শনাক্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৯২ জন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৫০৩ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৪ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও খবর