একদিকে কুকুরছানার মৃত্যু অন্যদিকে উদ্ধার

, কলকাতা

কলকাতা ডেস্ক | 2023-09-01 07:55:27

এখনো মানবিকতা আছে মানুষের, তা না হলে এই পৃথিবী চলত কেমন করে। একদিকে এন আর এর-এর জঘন্য ঘটনা শুনে যেমন মানুষ বিধ্বস্ত হয়ে গেছে।  উল্টোদিকে ভাল মানুষ আছেন যারা হাত বাড়িয়ে দিয়েছেন এই অবলাদের উদ্ধারকার্যেই।

শনিবার (১৯ জানুয়ারি) এমননি একটি ঘটনা ঘটেছে ভারতের আলীপুরদুয়ারের ভুটান সীমান্তের অখ্যাত একটি গ্রামে। সেখানে এক বিয়ের অনুষ্ঠানে উচ্ছিষ্ট খেতে গিয়েছিলেন একটি কুকুর। দুর্ঘটনাবশত: পরিত্যক্ত কূয়ায় পড়ে যায়। সেই কুকুরটিকে উদ্ধার করতে গিয়ে পুরো রাত জেগে ছিলো গ্রামবাসী।

রোববার (২০ জানুয়ারি) সকালে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। একঘণ্টার চেষ্টা উদ্ধার করা হয় কুকুরটিকে। উদ্ধারের পর প্রাথমিক সেবাযত্ন করেন গ্রামবাসী। পরে পশু চিকিৎসক ডেকে এনে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় কুকুরটিকে।    

গত ১৩ জানুয়ারি কলকাতায় শিয়ালদহ স্টেশনের কাছে নীলরতন মেডিক্যাল কলেজ হাসপাতালে রোববারে (১৩ জানুয়ারি) ১৬টি কুকুরছানার মরদেহ পাওয়া যায়। পরে বেরিয়ে আসে পিটিয়ে মরা হয়েছিলো কুকুরছানাগুলোকে।

এর কয়েকদিনপর ১৯ জানুয়ারি কোচবিহারে আঘাতপ্রাপ্ত ৫টি কুকুরছানা পাওয়া যায়।

এ সম্পর্কিত আরও খবর