সন্তানের বৈধতায় সুপ্রিম কোর্টের রায়

, কলকাতা

কলকাতা ডেস্ক | 2023-07-25 05:48:05

ভারতে এক হিন্দু নারী ইসলাম ধর্ম গ্রহণ না করে বিয়ে করেছিলেন মুসলিমকে। ইসলাম ধর্মমতে, ইসলাম ধর্ম গ্রহণ না করে হিন্দুকে বিয়ে করলে সে বিয়ে অসিদ্ধ হয়। তবে মহম্মদ ইলিয়াস  ও ভাল্লিয়াম্মার বিয়ে অবৈধ হলে তাদের সন্তান শামসুদ্দিকে বৈধতা দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

আদালতের পর্যবেক্ষণ, মহম্মদ ইলিয়াস ও ভাল্লিয়াম্মার বিয়ে ইসলামী আইনে সিদ্ধ না হলেও তাদের সন্তানকে বৈধতা দিয়েছে, দিয়েছে পিতার সম্পত্তির অধিকারও। এমনকি ভাল্লিয়াম্মার  ভরণ-পোষণের খরচও দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

মহম্মদ ইলিয়াস  ও ভাল্লিয়াম্মার সন্তান শামসুদ্দিন সুপ্রিম কোর্টে পিতার সম্পত্তির অধিকার চেয়ে আবেদন করেছিলেন।

 

এ সম্পর্কিত আরও খবর