মার্কিন ভিসা নীতির জেরে সমস্যায় ভারতীয়

, কলকাতা

কলকাতা ডেস্ক | 2023-08-30 06:10:20

এইচ ১বি ভিসা দেওয়ার পদ্ধতিতে বদল করেছে ডোনাল্ড ট্রাম্প সরকার। নতুন নীতি অনুযায়ী আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার ডিগ্রিধারী বিদেশীরা ওই ভিসা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

বুধবার (৩০ জানুয়ারি) রাতে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন দপ্তর জানায়, ১ এপ্রিল থেকে নয়া ভিসা নীতি কার্যকর হওয়ার কথা।

ট্রাম্প সরকারের এই নীতির কারণে আমেরিকার তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ভারতীয়দের কাজ পেতে অসুবিধার মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।

বিদেশী নাগরিকদের আমেরিকার কাজ করার জন্য এইচ ১ ভিসা নিতে হয়। আর এই ভিসা প্রাপকদের অধিকাংশই ভারতীয়।  তারা এখন তিন লাখেরও বেশি।

এর ফলে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান, ভিসার জন্য আবেদনকারী বিদেশে কর্মী এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারক সরকারি সংস্থা সকলেরই কাজের সুবিধা হবে।

এ সম্পর্কিত আরও খবর