ডিজিটাল ইন্ডিয়া

, কলকাতা

কলকাতা ডেস্ক | 2023-08-30 06:10:18

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে আগামী দিনের প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে দেশের জনগণের সুবিধার্থে কাজে লাগানো যায়, তার জন্য একটি কেন্দ্রীয় সেন্টার খোলার পরিকল্পনা করছে কেন্দ্র।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী পীযুষ গয়াল এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, কেন্দ্রীয় উদ্যোগে দেশজুড়ে গড়ে তোলা হয়েছে ৩ লাখের বেশি কমন সার্ভিস সেন্টার। যেখানে বর্তমান কর্মরত রয়েছেন ১২ লাখের মতো মানুষ।

এসব কমন সার্ভিস সেন্টারের পরিষেবার পরিধি ক্রমশ বেড়ে পৌঁছে যাচ্ছে দেশের প্রত্যন্ত প্রান্তে গ্রামগুলিতে। এর আওতায় ১ লাখ গ্রামকে ‘ডিজিটাল গ্রাম’ গড়ে তোলার হবে।

এ সম্পর্কিত আরও খবর