কিংবদন্তি ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস আজ

, কলকাতা

বিনোদন ডেস্ক | 2023-08-30 05:55:25

আজ ৬ ফেব্রুয়ারি বাংলা চলচ্চিত্রের পরিচালক ঋত্বিক ঘটকের মৃত্যুবার্ষিকী। ৪৪ বছর আগে আজকের এই দিনে পৃথিবী থেকে চিরতরে বিদায় নেন এই পরিচালক। শুধু পরিচালক নয়, একাধারে লেখক-অভিনেতাও ছিলেন তিনি।

১৯৪৮ সালে তার লেখা প্রথম নাটক ছিলো ‘কালো সায়র’ এরপর ১৯৫১ সালে তিনি ভারতীয় গণনাট্য সংঘে (আইপিটিএ) যোগদান করেন। চলচ্চিত্র জগতে পা রাখেন নিমাই ঘোষের ‘ছিন্নমূল’ সিনেমার মধ্যে দিয়ে। এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি সহকারি পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।

ঋত্বিক ঘটকের পরিচালিত প্রথম সিনেমা ‘নাগরিক’। ১৯৫১ সালের পর থেকে বেশ কিছু চলচ্চিত্রে পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। এর মধ্যে উল্লেযোগ্য-‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’ এবং ‘সুবর্ণরেখা’।

এছাড়াও ১৯৭৪ সালে ‘যুক্তি তক্কো আর গপ্পো’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এ সম্পর্কিত আরও খবর