বইমেলায় থাকছে লিটারেচার ফেস্টিভাল

, কলকাতা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 05:55:21

এবারের কলকাতা বইমেলা অন্যতম আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভাল। ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ষষ্ঠ সংস্করণের উদ্বোধন করবেন প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখার্জি।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শঙ্খ ঘোষ ও সমরেশ মজুমদার। মঙ্গলবার মেলা প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান মেলা আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এর সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় এবং এই সাহিত্য উৎসবের কিউরেটর এশা চট্টোপাধ্যায়।

তিন দিনব্যাপী এ সাহিত্য উৎসবে মোট ২৪ টি অধিবেশনে উপস্থিত থাকবেন দশটি দেশের মোট ৬৬ জন অতিথি।

এবারের সাহিত্য একাডেমি বিজেতা সঞ্জীব চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অশ্বিনী সাঙ্ঘি, অনিতা নায়ার, মালিক সাজ্জাদ, আল্পুওপেন মহেশ দাত্তানি, টিনু আনন্দ, সৌরভ শুক্লা, আশিষ রায়, কাঞ্চা ইলাইয়া শেপার্ড, পূর্ণিমা দত্ত, শ্রীজাতসহ তারকা লেখকদেরও বই বের হচ্ছে মেলায়।

৭ থেকে ৯ ফেব্রুয়ারি প্রতিদিন সাহিত্য উৎসব চলবে দুপুর ১২ টা ৩০ থেকে রাত ৯ টা পর্যন্ত।

এ সম্পর্কিত আরও খবর