৭ ধাপে ভারতের লোকসভা নির্বাচন, গণনা ২৩ মে

, কলকাতা

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা, বার্তা২৪.কম | 2023-08-30 05:05:37

ভারতে ১৭তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
 
রোববার (১০ মার্চ) বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানান, ১৭ লোকসভা নির্বাচন হবে সাতটি ধাপে।

ভোটের নির্ঘণ্ট অনুযায়ী প্রথম ধাপের ভোট গ্রহণ হবে ১১ এপ্রিল। ২০টি রাজ্যের ৯১টি আসনে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের ২টি আসনে ভোট হবে।

দ্বিতীয় ধাপের ভোট হবে ১৮ এপ্রিল, ১৩টি রাজ্যের ৯৭টি আসনে ভোট গ্রহণ হবে। তারমধ্যে পশ্চিমবঙ্গের ৩টি আসনে ভোট হবে।

তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ভোটের দিন ধার্য করা হয়েছে। ১৪টি রাজ্যের ১১৫টি আসনে ভোট গ্রহণ হবে। তারমধ্যে পশ্চিমবঙ্গের ৫টি আসনে ভোট হবে।

চতুর্থ দফার ভোট গ্রহণ হবে ২৯ এপ্রিল। ৯টি রাজ্যের ৭১টি আসনে ভোট নেওয়া হবে। তারমধ্যে পশ্চিমবঙ্গের ৮টি আসনে ভোট নেওয়া হবে।

পঞ্চম ধাপের ভোট ৬ মে। ৭টি রাজ্যের ৫১টি আসনে ভোট গ্রহণ পর্ব চলবে। তারমধ্যে পশ্চিমবঙ্গের ৭টি আসনে ভোট হবে।

ষষ্ঠ ধাপের ভোট হবে ১২ মে। ৭টি রাজ্যের ৫৯টি আসনে ভোট, পশ্চিমবঙ্গের ৮টি আসনে ভোট হবে।

সপ্তম ও শেষ ধাপের ভোট হবে ১৯ মে। ৮টি রাজ্যের ৫৯টি আসনে ভোট, পাশাপাশি পশ্চিমবঙ্গে ৯টি আসনে ভোট হবে।

ভোটের গণনা শুরু হবে ২৩ মে। গতবার পাঁচ দফায় হলেও পশ্চিমবঙ্গে এবার সাত দফায় নির্বাচন প্রক্রিয়া চলবে। রাজ্যে নির্বাচন শুরু হবে ১১ এপ্রিল চলবে ১৯ মে পর্যন্ত।

৩ জুন ১৬তম লোকসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগে ২৭ মে’র মধ্যেই নির্বাচন প্রক্রিয়া শেষ করবে কমিশন। জাতীয় নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম, অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রী পদে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, ২০১৪-র নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি একক ক্ষমতায় ভারতে সরকার গঠন করেন।

এ সম্পর্কিত আরও খবর