বিজেপি ১০, বামেরা শূন্য: মমতা 

, কলকাতা

কলকাতা ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 16:49:52

একেবারে ডাহা ফেল বলেও কম বলা হয়। ৯১ তে  ১০টা আসন পাবে না। বিজেপিকে এমনই মার্কশিট দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

শিলিগুড়ির বাঘাযতীন ময়দানে শনিবার(১৩ এপ্রিল) দার্জিলিং-এর তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। লোকসভার প্রথম পর্যায়ের নির্বাচনে ৯১ টি আসনের মধ্যে বিজেপি ১০ টি আসনও পাবে না। এমনটা দাবি করেন সেখানে।

এই সভায় নেত্রী বলেন, ‘এবারের নির্বাচনে বিজেপি সারা দেশে ৫৪৩ টি আসনের মধ্যে সর্বমোট একশোটিও আসন পাবে কিনা এই নিয়ে তাঁর সন্দেহ আছে। যদিও তার দাবি নিয়ে বিজেপির তরফ থেকে কোন উত্তর পাওয়া যাওয়া যায়নি।’

বিজেপি ছাড়া এই দিন বামেদেরও এক হাত নেন মমতা। শিলিগুড়ি, বামেদের একসময়ের শক্ত জমি বলে পরিচিত।  তিনি আবেদন করেন, বামপন্থী হলেও ভোট দেবেন না সিপি(আই)এমকে। কেননা সিপি(আই)এম রাজ্য থেকে কোনো আসন পাবে না। 

এই দিন মমতা আরও অভিযোগ করে বলেন, ‘পশ্চিমবঙ্গে সিপি(আই)এম,কংগ্রেস আর বিজেপি একসঙ্গে জোট বেঁধেছে।’ 

সিপি(আই)এম-এর তরফের তৃণমূল সুপ্রিমোর বক্তব্যর পরিপ্রেক্ষিতে পাগলের প্রলাপ বলে মন্তব্য করেছেন।

এ সম্পর্কিত আরও খবর