পাকিস্তানি সমালোচকদের জবাব দিলেন আদনান সামি

, কলকাতা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কলকাতা | 2023-08-31 12:02:11

মেজাজ না হারিয়ে পাকিস্তানি সমালোচকদের জবাব দিলেন আদনান সামি। পাকিস্তানি এই গায়ক বছর তিনেক আগেই সে দেশের নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন।

পাকিস্তানের স্বাধীনতা দিবস অর্থাৎ এবছর বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিয়ে কোনো সামাজিক বার্তা দেননি তিনি। সে দেশের নাগরিকরা সামিকে প্রশ্ন করেছিলেন, কেন তিনি স্বাধীনতা দিবস নিয়ে এবার সামাজিক মাধ্যমে কোনো বার্তা দেননি?

জবাবে আদনান জানিয়েছেন, তিনি এখন ভারতীয় তাই ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পালন করেছেন এবং সেদিন নিয়ে সামাজিক বার্তা দিয়েছেন। এরপরই সামাজিক মাধ্যমে পাকিস্তান থেকে আক্রমণের মুখে পড়েন এই গায়ক। তাঁকে করা হয় একের পর এক অপ্রীতিকর প্রশ্ন। 'জন্মভূমির প্রতি তাঁর কোনো দায়বদ্ধতা নেই। এছাড়া পাকিস্তানের নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিক হওয়ায় কেউ আবার তাঁকে বিশ্বাসঘাতক বলেছেন। পাশাপাশি পাকিস্তানের অনেকে তাঁকে কটূক্তি করে বলেন তিনি তাঁর বাবার জন্মস্থানের প্রতি যথাযথ সম্মান দেখাতে পারেননি।'

তবে এতকিছুর পরও মেজাজ হারাননি আদনান সামি। শান্তভাবেই সমালোচকদের জবাব দিয়েছেন।

বাবার জন্মভূমি প্রসঙ্গে তিনি বলেন, '১৯৪২ সালে আমার বাবা জন্মেছিলেন অবিভক্ত ভারতবর্ষে এবং ২০০৯ সালে ভারতের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।'

প্রসঙ্গত আদনানের বাবা আরসাদ সামি খান ছিলেন পাকিস্তান সামরিক বিমানের পাইলট। পরবর্তীকালে বিভিন্ন দেশে তিনি পাক রাষ্ট্রদূত ছিলেন। কর্মজীবনে পেয়েছেন সে দেশের একাধিক সম্মান। পরে মুম্বাইয়ের হাসপাতালে মৃত্যুর পর পাকিস্তানের ইসলামাবাদে শেষকৃত্য সম্পন্ন হয়েছিল।

এছাড়া মাতৃভূমির প্রতি দায়বদ্ধতার প্রসঙ্গে আদনান জানান, 'আমি মোটেই বিশ্বাসঘাতক নই। যদি দায়বদ্ধতার প্রশ্নই ওঠে তাহলে জন্মভূমির (অবিভক্ত ভারত) প্রতি জিন্নার দায়বদ্ধতা কোথায় ছিল? আমায় যদি বিশ্বাসঘাতকের তকমা দেন, তাহলে জিন্নাকে কি বলবেন?'

কাশ্মীর ইস্যু নিয়েও পাকিস্তানিদের একহাত নিয়ে তিনি বলেন, 'এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। বিষয়টি নিয়ে বহিরাগতদের নাক গলানোর প্রয়োজন নেই।'

তবে এবারই প্রথম নয়, আদনান পাকিস্তানের সমালোচকদের মুখে এর আগেও পড়েছেন। গত ফেব্রুয়ারি মাসে বালাকোট এয়ার স্ট্রাইকের সময়ও ভারতের পাশেই দাঁড়িয়েছিলেন তিনি।

উল্লেখ্য, বেশ কয়েকবছর ধরে কাজের সূত্রে ভারতে রয়েছেন আদনান সামি। সব সময়ই বলে এসেছেন ভারতীয়দের কাছ থেকে তিনি যে ভালোবাসা পেয়েছেন সেটা অমূল্য। এরপর ভারতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আবেদন করেন ভারতীয় নাগরিকত্বের। ২০১৬ সালে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর আবেদন মঞ্জুর করেন।

এ সম্পর্কিত আরও খবর