‘দেশ জ্বলছে, আর তারা পোশাক নিয়ে ব্যস্ত’

, কলকাতা

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 09:17:09

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক হাত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব আইনবিরোধী সহিংস বিক্ষোভকারীদের ‘পোশাক দেখে চিহ্নিত করা যাবে’ বলে মন্তব্য করেন মোদি। তার প্রত্যুত্তরে মমতা বললেন, ‘পুরো দেশ জ্বলছে, আর তারা আপনাদের পোশাক নিয়ে কথা বলছে।’

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অনির্দিষ্ট সময়ের জন্য শুরু করা আন্দোলনের দ্বিতীয় দিন এ মন্তব্য করেন মমতা।

তিনি অভিযোগ করেন, ‘বিজেপি বিপক্ষ দলগুলোকে চিন্তা করার ও বিলের ওপর বিতর্ক করার সুযোগ দেয়নি। তাড়াহুড়ো করে তারা বিলটি পাস করেছে।’

বিজেপির হঠকারিতা রুখতে তিনি বলেন, ‘আমাদের শ্লোগান, নাগরিকত্ব আইনকে না, বাংলায় এনআরসি নয়।’

সোমবার (১৬ ডিসেম্বর) কলকাতায় বিশাল বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মমতা। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে এদিন তিনি বলেন, ‘আমি বেঁচে থাকতে, নাগরিকত্ব আইন বা এনআরসির কোনোটাই এই রাজ্যে বাস্তবায়ন হতে দেবো না। আপনারা সরকারের পতন ঘটাতে পারেন, আমাকে জেলে পুরতে পারেন কিন্তু আমি এ বিতর্কিত আইন বাস্তবায়ন হতে দেবো না।’

দৃঢ়প্রত্যয়ের সঙ্গে মমতা আরও বলেন, ‘তারা যদি বাংলায় বিতর্কিত নাগরিকত্ব আইন বাস্তবায়ন করতে চায়, তাহলে তাদেরকে আমার মরদেহের ওপর দিয়ে যেতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর