লকডাউনের পর আর্থিক উন্নতির জন্য অ্যাডভাইজারি বোর্ড গঠন মমতার

, কলকাতা

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 06:35:32

করোনাভাইরাসের প্রকোপ কমে যাওয়ার পর লকডাউন তুলে নিলে  পশ্চিমবঙ্গের আর্থিক উন্নতি কীভাবে সম্ভব, তা নিয়ে পরামর্শ নিতে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড গঠন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কমিটির নেতৃত্বে থাকবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলে জানিয়েছেন তিনি। কমিটির নেতৃত্বে থাকতে সম্মতি জানিয়েছেন অভিজিৎ। সোমবার (৬ এপ্রিল) বিকেলে এ বিষয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেছেন মমতা।

এছাড়াও করোনায় করণীয় সম্পর্কে রাজ্য সরকারকে পরামর্শ দিতে ডা: স্বরূপ সরকারকে নিয়ে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বোর্ডের কো-অর্ডিনেট করবেন ডা: সুকুমার বন্দ্যোপাধ্যায় ও ডা: অভিজিত চৌধুরী।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গোটা ভারতে চলছে লকডাউন। ১৪ এপ্রিল লকডাউন শেষ হওয়ার কথা। কিন্তু বিশেষজ্ঞদের দাবি, লকডাউন পুরোপুরি তুলে নিলে ব্যাপক হারে ছড়াতে পারে সংক্রমণ। এই পরিস্থিতিতে গোটা বিশ্বের মতো তুমুল বিপর্যয়ের মুখে পড়তে পারে ভারতীয় অর্থনীতিও। যা বিভিন্ন সমীক্ষায় ইতোমধ্যেই উঠে আসছে। এক্ষেত্রে বাদ যাবে না প্রতিটা রাজ্যের আর্থিক পরিস্থিতিও। তাই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন মুখ্যমন্ত্রী।

করোনাভাইরাস মহামারির জেরে ভারতীয় অর্থনীতিতে ধস নামার ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। রেটিং সংস্থা ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ (Ind-Ra) ভারতে ৫.৫ শতাংশ আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। কিন্তু গত সোমবার প্রকাশিত রিপোর্টে তা আরও কমে মাত্র ৩.৬ শতাংশে এসে ঠেকতে পারে বলে জানিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর