জনি হত্যা মামলার রায় ৯ সেপ্টেম্বর

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 03:31:06

পুলিশ হেফাজতে জনি হত্যা মামলার রায় ৯ সেপ্টেম্বর ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। এ রায় ঘোষিত হলে এটি হবে বাংলাদেশের ইতিহাসে পুলিশ হেফাজতে মৃত্যুর মামলায় প্রথম রায়।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ যুক্তিতর্ক গ্রহণ শেষে রায়ের জন্য এ দিন ঠিক করেন।

পল্লবী থানার তৎকালীন উপ পরিদর্শক জাহিদুর রহমান জাহিদসহ পাঁচজনের এ মামলা দায়ের করা হয়েছিল।

মামলার আসামি এসআই জাহিদুর রহমান জাহিদ ও পুলিশের সোর্স সুমন কারাগারে আছেন। এসআই রাশেদুল ইসলাম জামিনে আছেন। এসআই কামরুজ্জামান মিন্টু এবং পুলিশের সোর্স রাসেল জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

২০১৬ সালের ১৭ এপ্রিল এসআই জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২০১৪ সালের ৭ আগস্ট পুলিশ হেফাজতে নির্যাতন করে জনিকে মারার অভিযোগ এনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়।

অভিযুক্ত অপর চার আসামিরা হলেন, এসআই রাশেদুল ইসলাম ও এসআই কামরুজ্জামান মিন্টু এবং পুলিশের সোর্স রাশেদ ও সুমন।

এ সম্পর্কিত আরও খবর