গণপিটুনিতে রেনু হত্যা মামলায় ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 23:22:48

ছেলেধরা গুজবে রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু হত্যা মামলায় ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার সিএমএম আদালতে মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হক এ এ চার্জশিট দাখিল করেন।

আসামিরা হলেন, ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা, রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন, শাহিন, বাচ্চু মিয়া, বাপ্পি, মুরাদ মিয়া, সোহেল রানা, আসাদুল ইসলাম, বেলাল মোল্লা, রাজু ও মহি উদ্দিন।

এছাড়া জাফর হোসেন পাটোয়ারী ও ওয়াসিম আহমেদ নামে দুজন অপ্রাপ্তবয়স্ক বিরুদ্ধে দোষীপত্র দেয়া হয়েছে।

আলিফ, মারুফ, সুমন ও আকলিমা নামে চারজনের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় তাদের মামলার দায় হতে অব্যাহতির আবেদন করা হয়েছে।

২০১৯ সালের ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর বাড্ডার এক স্কুলে বাচ্চাকে ভর্তি করতে গেলে ছেলেধরা সন্দেহে রেণুকে পিটুনিতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বোনের ছেলে নাসির উদ্দিন বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ সম্পর্কিত আরও খবর