নাইমুল মৃত্যু মামলা বিচারের জন্য প্রস্তুত

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 17:45:52

রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরারের অবহেলাজনিত মৃত্যুর মামলাটি বিচরের জন্য প্রস্তুত হয়েছে। বাদী পক্ষের আইনজীবী ওমর ফারুক আসিফ বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ. জসিম মামলাটি বদলীর জন্য ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের ৬ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিনুল হকের আদালতে মামলা দায়ের করলে বিচারক নাইমুলের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন।

প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান ও কিশোর আলোর অনুষ্ঠান আয়োজনের সাথে সংশ্লিষ্টদের মামলায় আসামি করা হয়।

গত বছরের ১ নভেম্বর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠান চলছিল। ওই সময় রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির দিবা শাখার ছাত্র নাইমুল আবরার রাহাত বিদ্যুৎপৃষ্ট হয়। তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিকাল সোয়া ৪টায় নেওয়া হয়। পরে ৪টা ৫১ মিনিটে নাইমুল মারা যায়।

এ সম্পর্কিত আরও খবর