৩১ বছর পর সগিরা মোর্শেদ হত্যার বিচার শুরু

, আইন-আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 20:44:19

১৯৮৯ সালে খুন হওয়া বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক সগিরা মোর্শেদ হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বুধবার (২ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আসামিদের উপস্থিতিতে এ অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে ৩১ বছর পর এ মামলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

এ সময় আসামিরা মামলায় দায় হতে অব্যাহতির আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।

তাদের অভিযোগ পড়ে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার দাবি করেন।

চলতি বছরের ১৬ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে আসামিদের অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।

আসামিরা হলেন- আনাস মাহমুদ ওরফে রেজওয়ান (৫৯), ডাক্তার হাসান আলী চৌধুরী (৭০) ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদ ওরফে শাহীন (৬৪) এবং মারুফ রেজা।

১৯৮৯ সালে রিকশাযোগে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের দিকে যাওয়ার সময় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় গুলিতে নিহত হন সগিরা মোর্শেদ।

১৯৮৯ সালের ২৫ জুলাই বিকেল পাঁচটার দিকে সগিরা মোর্শেদ সালাম (৩৪) বাসা থেকে বের হয়ে স্কুল পড়ৃয়া মেয়ে আনতে রিক্সাযোগে ভিকারুননিসা স্কুলের দিকে যাচ্ছিলেন।

স্কুলের সামনে পৌঁছামাত্রই অজ্ঞাতনামা দুস্কৃতিকারিরা তার হাতের চূড়ি ধরে টান দেয়। সগিরা চূড়ি দিতে অস্বীকার করায় দুস্কৃতিকারিদের ছোড়া গুলিতে সগিরা নিহত হন।

হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় হতভম্ব রিকশাচালক প্রথমে দুর্বৃত্তকারিদের ধাওয়া দেন। পরে রমনা থানায় গিয়ে পুলিশকে জানান।

এ ঘটনায় নিহতের স্বামী আব্দুস সালাম চৌধুরী বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। ঘটনাটি ছিনতাই বলে চালানোর চেষ্টা করা হলেও তদন্তে বেরিয়ে আসে, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যার পেছনে ছিল পারিবারিক দ্বন্দ্ব।

এ সম্পর্কিত আরও খবর