সুপ্রিম কোর্টে আগুন

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 16:41:30

সুপ্রিম কোর্টের ৪ নং প্রশাসনিক ভবনের নিচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় কোর্টের কার্যক্রম চলমান ছিল। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিভে যায়।

রোববার (৬ ডিসেম্বর) বেলা ১২টা ৩ মিনিটে এ ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনিসুর রহমান বার্তা ২৪.কম’কে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, `আমরা খবর পেয়েছি ১২টা ৩ মিনিটে আগুনের ঘটনা ঘটেছে। অল্পক্ষণের মধ্যেই তা নিভে যায়।’

শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তবে এটি বড় ধরনের কোনো আগুন নয়।

এর আগে গত ১৬ নভেম্বর রাজধানীর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় পুড়ে ও পানিতে নষ্ট হয়ে যায় মামলার হাজার হাজার নথিপত্র।

এ সম্পর্কিত আরও খবর